Wednesday, October 22, 2025
Homeলিড সংবাদদোয়ারাবাজারে নিখোঁজের ৬ দিনেও খোঁজ মিলেনি শিশু হাসাইনের

দোয়ারাবাজারে নিখোঁজের ৬ দিনেও খোঁজ মিলেনি শিশু হাসাইনের

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ছয় দিনেও সন্ধান মিলেনি কলাউড়া ফাযিল (ডিগ্রি) মাদ্রসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাসাইন আহমদের (১৪)। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঢালিয়া গ্রামের প্রবাসী কবীর হোসেনের ছেলে হাসাইন গত ২৮ সেপ্টেম্বর বিকেলে সহপাঠী আবিরের সঙ্গে খেলতে বের হয়। পরে দুজনই নিখোঁজ হয়। আবিরকে একদিন পর ছাতক রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হলেও হাসাইনের খোঁজ মেলেনি।

আবির জানায়, তারা ছাতক হয়ে সিলেটে যায় এবং শাহজালাল (রহ.) মাজারে রাত কাটায়। সেখানে অপরিচিত দুইজন কিশোর তাদের কে রেলস্টেশনে নিয়ে যায়। পরে কৌশলে ছাতকে চলে আসে আবির। একজন ফিরে এলেও হাসাইন এখনো ফেরেনি।

হাসাইনের মা শাহীনূর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার সন্তানের সন্ধান চাই। ৬ দিন পার হয়ে গেছে এখনো কোন খোঁজ নেই।

এ দিকে নিখোঁজ হাসাইনের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তার মা-বাবা। পরিবারের পক্ষ থেকে যেকোনো তথ্য পেলে হাসাইনের মামার (০১৭৫০১৮৭৫৩৮) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, দু’জনেই স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে সিলেটে গিয়েছিল, আবির ফিরে এলেও সে এখনো আসেনি জেনেছি। এ বিষয়টি আমরা নজরে রেখেছি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments