Wednesday, October 22, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে বিজয়া দশমীর শোভাযাত্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের ঢল

শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে বিজয়া দশমীর শোভাযাত্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের ঢল

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে পঞ্চাশ হাজারেরও বেশি ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় মৌলভীবাজার রোডের সার্বজনীন দুর্গাবাড়ির সামনে থেকে শুরু হয় বিজয়া দশমীর শোভাযাত্রা। সরকারি ছুটির দিন হওয়ায় চারদিক থেকে ভক্তদের ঢল নামে। প্রবল বৃষ্টিও থামাতে পারেনি তাঁদের ভক্তি ও আবেগ। পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ রাস্তা, ছাদ ও বারান্দায় দাঁড়িয়ে দেখেছেন শোভা যাত্রা।

দেবী দুর্গাকে বিদায়ের মুহূর্তে ভক্তদের চোখে ছিল জল, অথচ আনন্দে ভরপুর ছিল পরিবেশ। মণ্ডপে মণ্ডপে সকালে হয় দর্পণ বিসর্জন ও দশমী পূজা। নারীরা লালপেড়ে শাড়ি ও গয়নায় সেজে প্রতিমার কাছে গিয়ে সিঁদুর, ধান, দূর্বা ও মিষ্টি নিবেদন করেন। তারপর হাসিমুখে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ভালোবাসার এক রঙিন আবহ।

বিকেলে সার্বজনীন দুর্গাবাড়ি থেকে বের হওয়া বিজয়া শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিটি ট্রাকের প্রতিমা বৃষ্টির কারণে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়। শোভাযাত্রায় অংশ নেয় শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা।

বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের ঢল প্রমাণ করেছে দুর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি এক মিলনমেলা, যেখানে ভ্রাতৃত্ব, শান্তি ও মানবিকতার বার্তাই হয়ে ওঠে মূল প্রেরণা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments