Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগছাতকে মহিষসহ ৫ চোরাকারবারি আটক

ছাতকে মহিষসহ ৫ চোরাকারবারি আটক

সাজ্জাদ মাহমুদ মনির,(সুনামগঞ্জ প্রতিনিধি):::

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পৌর শহরে ১৯টি অবৈধ ভারতীয় মহিষ সহ ৫ চোরাকারবারিকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকার সুরমা নদীর পূর্ব পাশে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ্ আলমের নেতৃত্বে এসআই পিয়াস পালের পরিচালনায় মহিষ চোরাচালানের সাথে জড়িত রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের পুত্র মো. রায়হান আলী ফয়সাল (২৬), সিলেটের বিশ্বনাথ উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইরাজ উদ্দিন (১৯), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল (২২) ও একই গ্রামের হাজী কামাল উদ্দিনের ২ছেলে মো. সুলেমান আজিদ (২৩) ও সালমান আহমদ (২০) কে গ্রেফতার করা হয়।

অভিযানে আসামীসহ ১৯টি ভারতীয় মহিষ, ১টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এব্যাপারে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আটককৃত মহিষের আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা। আসামীদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে আসামীদের সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments