সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সাজ্জাদ মাহমুদ মনির :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাতক পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক *শামছুর রহমান শামছু*।
বুধবার রাতে তিনি পরিদর্শন করেন পৌরসভার নোয়ারাই এলাকার তিনটি পূজা মণ্ডপ। প্রতিটি মণ্ডপে তিনি পূজা উদযাপন কমিটির সদস্য এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সহযোগিতার আশ্বাস দেন।
*পরিদর্শিত পূজা মণ্ডপসমূহঃ*
🔸 *শ্রীশ্রী দুর্গা শিবা মন্দির পূজা মণ্ডপ, নোয়ারাই*
*সভাপতি:* বিমল চন্দ্র শর্মা
*সাধারণ সম্পাদক:* দিপক গোস্বামী
🔸 *নাথপাড়া পূজা মণ্ডপ*
*সভাপতি:* সুবল চন্দ্র দেবনাথ
*সাধারণ সম্পাদক:* মানিক দেবনাথ
🔸 *ভগবৎ সংঘ পূজা মণ্ডপ, নোয়ারাই দাসপাড়া*
*সভাপতি:* সত্যেন পাল
*সাধারণ সম্পাদক:* হরি দাস
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাতক উপজেলা ও পৌরসভার বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তারা সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা পৌঁছে দেন।
তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মিলনের প্রতীক।” তিনি সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।