দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুরবাজারে আজ ০১ অক্টোবর ২০২৫ইং দিনব্যাপী এক বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই মহতী উদ্যোগে প্রায় ৬০০ দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, যার মধ্যে ৮০ জন চক্ষুরোগীকে সম্পূর্ণ ফ্রি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু, মেডিসিন ও শিশু বিভাগ মিলিয়ে বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রেসক্রিপশন, চশমা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। বিশেষ করে, গুরুতর চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের মধ্যে ৮০ জনকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের পরবর্তী পদক্ষেপ হিসেবে অপারেশনের জন্য ইনক্লুসিভ আই হসপিটাল, গোটাটিকর, সিলেট-এ নিয়ে যাওয়া হয়েছে।
এই জনকল্যাণমূলক ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়েছে ইংল্যান্ড ও ইউরোপ থেকে আগত একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে। মূল সৌজন্যে ছিল তাফিদা রাকিব ফাউন্ডেশন, এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি স্থানীয় স্বাস্থ্যসেবার মানকে আরও উচ্চ করেছে বলে স্থানীয়রা মনে করেন।
এ ধরনের উদ্যোগের প্রশংসা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বিনামূল্যে চিকিৎসা পাওয়া এবং বিশেষ করে ৮০ জন মানুষের জন্য বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থা করা—এটি সমাজের জন্য এক অনন্য উদাহরণ।
স্থানীয়রা আয়োজক তাফিদা রাকিব ফাউন্ডেশন, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ব্যবস্থাপনায় থাকা মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ-এর প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেছেন।