Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারহাজারো মানুষের ঢলে মৌলভীবাজারের মনু নদীতে নৌকাবাইচ

হাজারো মানুষের ঢলে মৌলভীবাজারের মনু নদীতে নৌকাবাইচ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:::

মৌলভীবাজারের মনু নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ এ কাবুল ইসলামের নৌকা শাহ্ মোস্তফার তরী চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতা শেষে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিজয়ী কাবুল ইসলামের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় উপস্থিত জনতা বিজয়ী দলকে হৈ-হুল্লোড়ের মাধ্যমে অভিবাদন জানান। চ্যাম্পিয়ন শাহ্ মোস্তফার তরী’র মালিক কাবুল ইসলাম রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের মরহুম আব্দুর রউফ চেয়ারম্যানের ছেলে।

মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় বন্দুক নামের নৌকাটি দ্বিতীয় হয়েছে। বন্দুক নৌকা দিশালোকের সুমন তরফদারের। আর তৃতীয় স্থান অধিকার করেছে রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের ইয়ামিন আহমদের শাহ্ পরানের তরী। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনটি নৌকার মালিকের হাতে পুরষ্কার তুলেদেন আমন্ত্রিত অতিথিরা।

পুরস্কার বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর জালাল আহমদ, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, পৌর কাউন্সিলর মোঃ মাসুদ, সালেহ আহমদ পাপ্পু, অ্যাডভোকেট পার্থ সারথি পাল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।

করোনা মহামারীর কারণে দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পৌরমেয়রের উদ্যোগে আবারও এই প্রতিযোগিতা ফিরে আসায় খুশি স্থানীয়রা। মনুনদীতে জমজমাট এ নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল নামে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments