Sunday, October 19, 2025
Homeরাজনীতিবিএনপিবিএনপির ৩১দফা বাস্তবায়নে তোয়াকুল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির ৩১দফা বাস্তবায়নে তোয়াকুল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায়, স্থানীয় তোয়াকুল বাজারে, ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উমর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমদ।

 

তিনি তার বক্তব্যে বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার আজ হরণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপি নয়, পুরো জাতির মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, সিলেট-৪ আসনের প্রতিটি ইউনিয়ন ও গ্রামে বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। জনসম্পৃক্ত আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মতিন, সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সিদ্দিকী, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস ডালিম, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া প্রমুখ।

সভায় বক্তারা ৩১ দফা রূপরেখাকে যুগোপযোগী আখ্যা দিয়ে বলেন, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments