Friday, September 26, 2025
Homeঅপরাধছাতকে পুলিশের অভি*যানে না*শকতা মা*ম*লার আ*সা*মি মোঃ আওলাদ হোসেন গ্রে*প্তা*র

ছাতকে পুলিশের অভি*যানে না*শকতা মা*ম*লার আ*সা*মি মোঃ আওলাদ হোসেন গ্রে*প্তা*র

 

 

*সাজ্জাদ মাহমুদ মনির, (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) :* ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আওলাদ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোফাখখারুল ইসলাম, এসআই সৈয়দ গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

 

গ্রেপ্তারকৃত মোঃ আওলাদ হোসেন, পিতা: মৃত আব্দুল মান্নান, মাতা: সফিকুন নেছা, সাং: ভাতগাঁও, ইউপি: ভাতগাঁও, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ।

 

তার বিরুদ্ধে ছাতক থানায় *নাশকতা ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলা নং-২৮ (তারিখ: ২২/০৭/২০২৫)* দায়ের করা হয়।

 

গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments