সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
জামরুল ইসলাম রেজা সুনামগঞ্জ জেলার জন্য দেশের স্বনামধন্য পত্রিকা আমার সকাল-এ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি তার নিয়োগপত্র জারি হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
জামরুল ইসলাম রেজা এর আগে BMF টেলিভিশন, বাংলার বারুদ পত্রিকা ও আমার সকাল পত্রিকা সহ বিভিন্ন স্বনামধন্য পত্রিকায় সাংবাদিকতা করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তার পেশাদারিত্ব এবং সংবাদ পরিবেশনার দক্ষতা ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনায় তার অভিজ্ঞতা তাকে একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এছাড়াও, তিনি বর্তমানে ছাতক অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিয়োগপ্রাপ্তির পর জামরুল ইসলাম রেজা বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের কল্যাণে কাজ করাই আমার প্রধান উদ্দেশ্য। সাংবাদিকতার মাধ্যমে মানুষের তথ্য অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”
এই নিয়োগের মাধ্যমে তিনি সুনামগঞ্জের সংবাদ পরিবেশনকে আরও স্বচ্ছ, গতিশীল ও সঠিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।