Friday, September 26, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জনবীগঞ্জ তিব্রও তাপ দাহ গরমে অতিষ্ঠ জনজীবন।

নবীগঞ্জ তিব্রও তাপ দাহ গরমে অতিষ্ঠ জনজীবন।

 

 

শাহরিয়ার আহমেদ শাওন:নবীগঞ্জ থেকেঃ

প্রচন্ড তাপদাহ রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারন মানুষের  জনজীবন।

 

শুকিয়ে যাচ্ছে গাছ পালা, আষপাস করছে পশু পাখি জীব জন্তু । বৃষ্টির কোনও দেখা নেই খাল বিল নালা শুকিয়ে যাচ্ছে অবরত।ভাদ্র মাসের শেষের দিকে  শীতের অপেক্ষা থাকলেও শীতের নেই কোনও আগমন।

 

এতে করে তিব্রও গরমে বিশেষ  কোনও কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন  না অনেকেই।

 

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রী সেলসিয়াস। এসময় রাস্তাঘাটে শুনশান নিরবতা লক্ষ্য করা যায়।

 

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় টানা ৩/৪ পড়ছে প্রচন্ড গরম। শ্রমজীবী মানুষরা এই গরমে মাঠে কাজ করতে পারছেন না। তিব্র তাপ দাহ গরমে কাজ করতে গেলে হাফিয়ে যাচ্ছেন।

 

এমনা অবস্থায় ঘরের ফ্যানের বাতাসও যেন গরম হয়ে উঠছে। তারপরও রয়েছে দীর্ঘ সময় লোডশেডিং।ঘন্টা ২ ঘন্টা পরপরই বিদুৎ চলে যায়।এতে করে প্রান্তিক জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

 

মিশুক চালক আরজ আলী বলেন তিব্র গরমে মানুষ গন বাজার হাটে নেই অবসর ভাবেই রিস্কায় বসে আছি প্রচণ্ড গরমে এতে আয় রোজী অনেক কম হচ্ছে। সাতশ আটশ টাকা রোজী করতাম এখন সারাদিনে তিন, ৪শ টাকা রোজী করতে পারি।

 

এসময় হাসপাতালে গিয়ে  গরমে অসুস্থ হয়ে পড়া অনেক রোগী দেখা যায়। তারা ডাইরিয়া,জ্বর হাই পেশার সহ নানা রোগে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভূর্তি হন।

 

এসময় বিশেষজ্ঞ চিকিৎসক সাংবাদিকদের মাধ্যমে বলেন প্রচন্ড গরমে হিট ষ্টোক করার প্রবনতা বেশী। গরমে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরী।

 

গরমজনিত রোগ থেকে রক্ষা পেতে ও সুস্থ থাকতে হলে বেশি করে পানি পান করতে হবে। বাসি-পচা খাবার পরিহার করতে হবে।

 

তাছাড়াও ভাজা-পোড়া খাবার খাওয়া যাবে না।

রোদ এড়িয়ে চলতে হবে। যথাসম্ভব ছায়া-শীতল স্থানে থাকতে হবে।

 

প্রচণ্ড গরম পড়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে এসময় খাবার স্যালাইন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরী।

 

 

শাহরিয়ার আহমেদ শাওন

নবীগঞ্জ উপজেলা প্রতিনিতি

মোবাইলঃ০১৭৮১৯৯২১২১

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments