ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::
শ্রীমঙ্গলের সন্তান বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরা আবারও বিশ্বমঞ্চে বিজয়ের পতাকা উড়াল। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE)-২০২৫-এ রোবটিক্স বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের চার কিশোর বিজ্ঞানী।
গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার সেগি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৩০টি দেশ অংশ নেয়। কঠিন প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে বাংলাদেশি দল রোবটিক্স বিভাগে শীর্ষ স্থান অর্জন করে স্বর্ণপদক অর্জন করল।
শ্রীমঙ্গলের কৃতী সন্তান প্রাঞ্চয় তরফদার। বর্তমানে সে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এই স্বর্ণপদকজয়ী দলের অন্যতম সদস্য
প্রাঞ্চয়ের সাফল্যের পেছনে রয়েছে শিক্ষামুখী পরিবার। প্রাঞ্চয়ের সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক তার পিতা জহর তরফদার, যিনি চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি বলেন ছোটবেলা থেকেই প্রাঞ্চয়ের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ ছিল। আজ সে দলগতভাবে রোবটিক্স গবেষণার মাধ্যমে নিজেকে বিশ্বদরবারে প্রমাণ করেছে এবং দেশের জন্য সম্মান বয়ে এনেছে এটাই আমার সবচেয়ে বড় গর্ব।
একইভাবে আনন্দ প্রকাশ করেছেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। তিনি বলেন,
প্রাঞ্চয় অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার এই স্বর্ণপদক জয় শুধু বিদ্যালয়ের নয়, গোটা বাংলাদেশের গর্ব। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
প্রাঞ্চয়ের মা পুতুল রানী সরকার, যিনি মাজডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সন্তানের এই অর্জনে আবেগাপ্লুত। তিনি মনে করেন, প্রাঞ্চয়ের এই সাফল্য তার শিক্ষার প্রতি একাগ্রতা ও সৃজনশীলতার ফসল।
আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর শ্রীমঙ্গলে নেমে আসে আনন্দের বন্যা। শিক্ষাপ্রতিষ্ঠান, শুভানুধ্যায়ী ও স্থানীয় মানুষ প্রাঞ্চয়ের এই অর্জনে গর্বিত।