Saturday, September 27, 2025
Homeরাজনীতিবিএনপিকানাইঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতা চাকসু মামুনের মতবিনিময়

কানাইঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতা চাকসু মামুনের মতবিনিময়

 

 

কানাইঘাট প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কানাইঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন।

কানাইঘাট উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের ইসলামিয়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, ছাত্র-যুব-ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং কানাইঘাটের ৩২টি পূজা মন্ডপের সদস্যদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে মতবিনিময়কালে মামুনুর রশিদ চাকসু মামুন বলেন, বিএনপির সকল ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করে থাকে। এদেশের প্রতিটি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার রয়েছে। কিন্তু দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনদের একটি রাজনৈতিক দল সব-সময় ব্যবহার করে ফায়দা হাসিল করে থাকে। এক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সজাগ থাকতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা দলীয় নির্দেশে পূজা পালনে সব ধরনের সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। কানাইঘাটে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা যাতে সম্পন্ন হয়, এজন্য বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের পাশে অতীতের মতো থাকবে। তিনি আরো বলেন, দল তাকে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়, তাহলে কানাইঘাট ও জকিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের জীবন মানের পরিবর্তন, তাদের দাবী-দাওয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার ইয়াকুব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দুর্গা কুমার দাস, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার শলীল চন্দ্র দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস, বর্তমান সভাপতি ভজন লাল দাস, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, প্রতাপ চন্দ্র দাস, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, অর্থ সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা রহিম উদ্দিন ভরসা, সাবেক কাউন্সিলর আবিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক রুহুল আমিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যরা।

মতবিনিময়কালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, বিএনপি নেতা মামুনুর রশিদ চাকসু মামুন সব-সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের খোঁজ-খবর নিয়ে থাকেন এবং দুর্গাপূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তিনি সহযোগিতা করে থাকেন এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবারের শারদীয় দুর্গাপূজায় সহযোগিতার হাত প্রসারিত করায় তার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন মামুন রশিদ মামুনের মতো সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিকদের পাশে হিন্দু সম্প্রদায়ের লোকজন থাকবেন বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments