Saturday, September 27, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে তাঁতের মেশিন ও হুইলচেয়ার বিতরণ

কমলগঞ্জে তাঁতের মেশিন ও হুইলচেয়ার বিতরণ

 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

 

মৌলভীবাজারের কমলগঞ্জে তাঁতশিল্পীদের মধ্যে তাঁত মেশিন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক গবেষক আহমদ সিরাজ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুম মিয়া, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপকারভোগিরা।

এসময় বক্তরা বলেন, বাংলাদেশের একটি সমৃদ্ধ ঐতিহ্য হচ্ছে মনিপুরী তাঁত। এটি মূলত মনিপুরী সম্প্রদায়ের নারীদের হাতে তৈরি হয়।

এই তাঁতের কাপড় খুবই টেকসই এবং আরামদায়ক।  হাতে তৈরি হওয়ায় প্রতিটি কাপড়ের বুনন নিখুঁত এবং উচ্চ মানের হয়।

মনিপুরী তাঁত থেকে শাড়ি, ওড়না, লুঙ্গি, গামছা, বিছানার চাদর, এবং বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয়। শাড়িগুলোর মধ্যে

মনিপুরী তাঁতশিল্প শুধু একটি বাণিজ্যিক পণ্য নয়, এটি মনিপুরী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি তাদের ঐতিহ্য এবং কারুকার্যের প্রতীক। এ শিল্পকে ধরে রাখতে হলে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন।

অন্যদিকে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার

একটি যান্ত্রিক সহায়তা নয়, বরং এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করার এবং সমাজে তাদের অন্তর্ভুক্তিতে সহায়তা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments