Wednesday, November 12, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু 

কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু 

 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল- শমসেরনগর রোডের কামুদপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় হাজীপুর ইউনিয়নের বিলেরপার আক্তাপাড়া নিবাসী ফার্ণিচারের মিস্ত্রি ও ব্যবসায়ী সুমন মিয়া (৪০) মৃত্যু বরণ করেছেন।

নিহতের ভাই ব্যবসায়ী সেলিম মিয়া জানান, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় একটি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সুমন রাস্তায় ছিটকে পড়েন। সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অবস্থা সংকটাপন্ন হলে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে এবং পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । রাত ১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ বর্তমানে সিলেট হাসপাতালে রয়েছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments