শাহরিয়ার আহমেদ শাওনঃ
নবীগঞ্জের প্রসিদ্ধ মিষ্টির দোকান হিসাবে পরিচিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী ভূমি প্রত্যায় হাসেম নবীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালান। এসময় নবীগঞ্জ শেরপুর রোড নতুন বাজার এলাকার মিষ্টির দোকান ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে দেখেন এক কেজি মিষ্টি তে একশ গ্রামের কার্টনে মিষ্টি দেওয়া হয়। এতে করে কাস্টমাররা ১০০ গ্রাম করে কম মিষ্টি পান আর মিষ্টির গুনগত মানও নিম্ন মানের। এমতা অবস্থায় ২০ হাজার টাকা তাৎক্ষণিক ভাবে জরিমানা করা হয়।
এসময় পরিষ্কার পরিছন্ন ভাবে সঠিক মান নিয়ন্ত্রন করে ব্যবসা করতে নির্দেশনা প্রদান করেন। এসময় সহকারী ভূমি প্রত্যায় হাসিম বলেন নবীগঞ্জের বিভিন্ন স্থানে এ অভিযান অব্যহত থাকবে। ওজনে মিষ্টি কম দেওয়ায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্তক করেছি ওজনে কম দেওয়া মিষ্টির গুন গত মান ভাল রেখে ব্যবসা পরিচালনা করতে।
প্রেরক
শাহরিয়ার আহমেদ শাওন
নবীগঞ্জ প্রতিনিধি
মেবাইল :০১৭৮১৯৯২১২১
তারিখ :১৮/০৯/২৫
