Thursday, September 11, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জআনসার সদস্য থেকে সফল কৃষি উদ্যোক্তা: ছাতকের রুহুল আমিনের স্বপ্নযাত্রা

আনসার সদস্য থেকে সফল কৃষি উদ্যোক্তা: ছাতকের রুহুল আমিনের স্বপ্নযাত্রা

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সাজ্জাদ মাহমুদ মনিরঃ

সুনামগঞ্জের ছাতকের আনসার সদস্য রুহুল আমিন চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন একটি আদর্শ কৃষি খামার। দীর্ঘ ১২ বছর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিজ এলাকায় ২০২০ সালে “আমিন এগ্রো ফার্ম” প্রতিষ্ঠা করেন।

 

খামারে দেশি-বিদেশি জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি ও মাছ চাষের পাশাপাশি সবজি উৎপাদন করা হচ্ছে। সৎ পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি নিজের পরিবারকে স্বাবলম্বী করেছেন এবং এলাকার তরুণদের জন্যও এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

 

২০২১ সালে তিনি মাকে নিয়ে পবিত্র হজ পালনের সৌভাগ্য অর্জন করেন। করোনাকালে কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও হার মানেননি, বরং নতুন উদ্যমে এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের পথে।

 

সম্প্রতি আমিন এগ্রো ফার্ম পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জনাব রুবায়েত বিন সালাম। তিনি প্রশংসা করে বলেন:

 

> “আপনি বাহিনীর একজন সদস্য হয়েও স্বাবলম্বিতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়। বাহিনীর পক্ষ থেকে উদ্যোক্তা হিসেবে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

 

পরিদর্শন শেষে জেলা কমান্ড্যান্ট ছাতকের বিভিন্ন আনসার ক্যাম্প ও টোল প্লাজাও পরিদর্শন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments