Wednesday, September 10, 2025
Homeসিলেট বিভাগসিলেটজনগণকে সচেতন ও সরকারি সেবা পৌঁছে দিতে মাঠে নেমেছেন কানাইঘাটের ইউএনও

জনগণকে সচেতন ও সরকারি সেবা পৌঁছে দিতে মাঠে নেমেছেন কানাইঘাটের ইউএনও

 

 

কানাইঘাট প্রতিনিধিঃ

সরকারি সেবা জনসাধারনের দূরগোড়ায় পৌঁছে দেয়া সহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য মাঠ পর্যায়ের অভিভাবক সমাবেশ এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত সেবা তাৎক্ষণিক প্রদানের জন্য মাঠপর্যায়ের কাজ শুরু করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

গতকাল মঙ্গলবার দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণকে নিয়ে অভিভাবক সমাবেশ করেন। এছাড়াও নির্বাহী কর্মকর্তা দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে তাৎক্ষণিক সরকারি সেবা জনসাধারণকে প্রদান করেন।

দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে শিক্ষার মান-উন্নয়ন, বাল্য-বিবাহ রোধ, ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা, সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জন্মনিবন্ধন ও মৃত্যু সনদ সম্পর্কে অবহিতকরন, সাইবার বুলিং, মোবাইল আসক্তি, স্বাস্থ্য সচেতনতার উপর শিক্ষার্থী সহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহŸান জানিয়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জনসাধারণকে সচেতন করার জন্য পর্যায়ক্রমে উপজেলার ৯টি ইউনিয়ন, পৌরসভা সহ হাট-বাজারে এসব বিষয়ের পর জনগণকে উদ্বুদ্ধ করা হবে। তিনি আরো বলেন, সরকারের সবধরনের সেবা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা এবং স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণের উপস্থিতিতে প্রতিমাসের দুই দিন জনসাধারণকে তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃক্ষ রোপনে সবাইকে উদ্বুদ্ধ করতে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গাছের চারা রোপন এবং সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

ইউনিয়ন পরিষদে তাৎক্ষণিক সরকারি সেবা এলাকার লোকজন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহŸান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments