Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগসন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, গুজব প্রতিরোধ বৃদ্ধির লক্ষ্যে আলেমদের শীর্ষক মতবিনিময় ও...

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, গুজব প্রতিরোধ বৃদ্ধির লক্ষ্যে আলেমদের শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

শাহ সুমন,(বানিয়াচং) প্রতিনিধি::

হবিগঞ্জের বানিয়াচংয়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, গুজব প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আলেম উলামাদের শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও সঞ্চালনায় মোঃ সোলাইমান, শীর্ষক কর্মশালায় ইমাম,খতিব, ও বিশিষ্ট আলেম উলামাদের উদ্দেশ্যে স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। পাকিস্তানি আমলে হজ্জ যাত্রীদের জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্হা ছিল না। বঙ্গবন্ধুই স্বাধীনতা -উওর বাংলাদেশে প্রথম হজ্জ যাত্রীদের জন্য সরকারের তহবিল থেকে অনুদানের ব্যবস্হা করেন।আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ইসলামের খেদমতে মে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । পৃথিবীতে তার দৃষ্টান্ত বিরল।আপনাদেরকে ডেটিং করার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা ইমামতির পাশাপাশি ব্যবসা, গরু ছাগল পালন করতে পারেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, মুফতি আতাউর রহমান, মাওঃ সাইদুর রহমান,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী বাবু, হাফিজ শিব্বির আহমদ আরজু,শায়েখ সিরাজুল ইসলাম, আফরোজ আল হাবিব, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ আব্দুর রহমান,, হাফিজ ফজলুল হক, প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, তাপস হোম, শাহ সুমন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ও ছাত্র ছাত্রীদের অবিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বিষয়ে সবাইকে সচেতন হতে বানিয়াচংয়ে আলেম উলামাদের পরামর্শ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments