পিন্টু দেবনাথ :
‘প্রযুক্তির যুগে, সাক্ষরতার প্রসার’ এই স্লোগানে
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালি ও আলোচনাসভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(০৮ সেপ্টেম্বর)সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনাসভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবর,প্রধান শিক্ষক সত্যেন্দ্র পাল, সুলমান আলী সালমান,মো.সালাহউদ্দিন, নজরুল ইসলাম,সাংবাদিক মোনায়েম খাঁন প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।