Tuesday, September 9, 2025
Homeআন্তর্জাতিকমৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

“ডিজিটাল যুগে সাক্ষরতার প্রচার, প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যককে সামান্য রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে এ দিবসটি পালন কর হয়।

এ উপলক্ষে র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা নাসরীন এর সভাপতিত্বে ও শিক্ষক লিটন পালের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক কিশলয় চক্রবর্তী।

বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিদ্যা বিভাগ মোঃ মনোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল সরকার, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তোফাজ্জল হোসাইন, সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহানা আক্তার খানম, শিক্ষার্থী নাবিল হোসাইন, জান্নাত কামাল প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments