শাহ সুমন বানিয়াচং থেকে ঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই জনকে গ্ৰেফতার করেছে সেনাবাহিনী।
রোববার (৭ সেপ্টেম্বর) বানিয়াচং সেনা ৬ বীর – মেজর কাজী ফয়সাল আহমেদ’র নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই জনকে গ্ৰেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, বানিয়াচং উপজেলার ৪নম্বর ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশা গ্রামের মজনু উল্লার পুত্র মোঃ শিবলু (৪৫) এবং একই ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুর নুর মিয়ার পুত্র জাকির মিয়া(৩২)। তাদের কাছ থেকে ৯ পিছ টেঁটা,৩ টি দা, ৪টি কেচি, ৭ পিছ ইয়াবা,৫টি ফুয়েল পেপার,৩টি মোবাইল ফোন এবং নগদ ১১৪০ টাকা উদ্ধার করা হয়।
বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনী।