Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি::

পর্যটন সমৃদ্ধময় কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।

“পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে লাউয়াছড়া সহ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের সম্মুখে
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদ, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.সিদ্দেক আলী, মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিসন প্রধান সুচিয়াং।

বক্তব্য রাখেন লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, ট্যুরিজম কমলগঞ্জ এর প্রতিনিধি শাব্বীর এলাহী, পিপলস ফোরাম এর সম্পাদক সামছুল ইসলাম, শিক্ষক মঞ্জুর আহমেদ আজাদ মান্না প্রমূখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে ট্যুরিস্ট পুলিশ, লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটি, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা, ট্যুরিজম কমলগঞ্জ, পর্যটন উন্নয়ন পরিষদ, ট্যুর অপারেটর, টিলাগাঁও ইকো ভিলেজ ও অরণ্যনিবাস ইকো রিসোর্টের সদস্যবৃন্দ ও কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার আহবান জানান এবং পর্যটন বিকাশে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments