Monday, September 8, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে নাচ-গানে বর্ণিল ক্ষুদ্র জাতিগোষ্টির ‘কারাম উৎসব’

শ্রীমঙ্গলে নাচ-গানে বর্ণিল ক্ষুদ্র জাতিগোষ্টির ‘কারাম উৎসব’

 

 

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া মাঠ রঙে-আলোয় আর সুরে ভরে উঠেছিল রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব কারাম পূজা যেন মিলনমেলায় রূপ নিয়েছিল। রঙিন শাড়ি, ফুলে সাজানো চুল, মাথায় সাজানো ঝুড়ি আর তালমিলিয়ে নাচ—সব মিলিয়ে চারপাশে সৃষ্টি হয়েছিল এক অনন্য আবহ।

 

কারাম উৎসব মূলত ফসল, উর্বরতা ও ভ্রাতৃত্বের প্রতীক। তাই এই দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন একত্রিত হয়ে নৃত্য-গীতের মাধ্যমে তাঁদের আনন্দ-উল্লাস প্রকাশ করেন। এ যেন শুধু একটি ধর্মীয় বা সামাজিক আয়োজন নয়—এটি তাঁদের অস্তিত্ব, সংস্কৃতি ও পরিচয়ের উজ্জ্বল বহিঃপ্রকাশ।

 

কালিঘাট চা বাগানের মাঠে তরুণীরা দলবদ্ধ হয়ে নাচতে নাচতে মাথার ওপরে তুলেছিলেন কারাম গাছ সাজানো ঝুড়ি। ঢোল, করতাল আর লোকগানের ছন্দে একসাথে ঝংকার তোলে তাদের পা। এক মুহূর্তের জন্যও দর্শকদের চোখ সরেনি এই মনোমুগ্ধকর দৃশ্য থেকে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন। তিনি বলেন, “কারাম উৎসব শুধু একটি উৎসব নয়, এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির মূলধারা। এই ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। জেলা প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সব সময় তাদেরকে সহযোগিতা করবে।

 

উৎসবটি আয়োজন করে কারাম উৎসব উদযাপন কমিটি; সহযোগিতায় ছিল শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। দিনভর চলা এ আয়োজনে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি—সবাই মেতে ওঠেন আনন্দে।

 

এটি শুধু একটি উৎসব নয়, কারাম পূজা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা, বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। তাই এই উৎসবের প্রাণোচ্ছলতা ছড়িয়ে যায় মাঠের চারপাশ থেকে প্রত্যেকের হৃদয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments