মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার প্রবীন সাংবাদিক, দৈনিক জনতার সাবেক স্টাফ রিপোর্টার, দৈনিক জনতার সাবেক মৌলভীবাজার জেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সৈয়দ মোহাম্মদ আলী গত ৬ সেপ্টেম্বর ৩.২০ ঘটিকার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি ১ মেয়ে, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ওইদিন রাতে জানাজা শেষে শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।