Sunday, September 7, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিসিবি নির্বাচনে বুলবুলকে হুমকির অভিযোগ, মুখ খুললেন তামিম

বিসিবি নির্বাচনে বুলবুলকে হুমকির অভিযোগ, মুখ খুললেন তামিম

স্পোর্টস ডেস্ক,

 

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে শুরু করেছে। সম্প্রতি বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অভিযোগ, তিনি অজ্ঞাত একজন ফোন কল থেকে হুমকি পেয়েছেন। এই ফোনে তাকে নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

 

বুলবুলের নিরাপত্তার জন্য বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে ওই চিঠিতে হুমকির বিষয়টি উল্লেখ ছিল না। পরে বেসরকারি চ্যানেলে বুলবুল নিজেই হুমকির তথ্য জানান।

 

এই ঘটনার পর সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল একটি টকশোতে মন্তব্য করেন, আমি এটা খুব বেশি ফলো করিনি। যদি আসলেই এটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই। বুলবুল ভাই যখন কোনো মন্তব্য করেন, সেটা পরিষ্কারভাবে বলা উচিত।

 

তিনি আরও বলেন, যদি এরকম কোনো কল এসেছে, নম্বর ট্রেস করা সম্ভব। উনি যদি নিজের সেফটির কথা চিন্তা করেন, তবে চিঠিতে নম্বরসহ বিষয়টি উল্লেখ করা উচিত। এ বিষয়ে স্পষ্টতা না থাকলে দ্বিধা তৈরি হয়।

 

তামিম মন্তব্যের শেষাংশে বলেন, যদি আসলেই কিছু হয়ে থাকে, জিডি করার অপশন আছে। নম্বর ট্রেস করা যায়। কিছু হয়নি, তাও স্পষ্ট করা উচিত।

 

এর আগে, বুলবুল অজ্ঞাত ফোন কলকে সরাসরি ‘হুমকি’ হিসেবে উল্লেখ করেননি। তিনি জানান, ফোনে বলা হয়েছিল, ইলেকশন না করলে ভালো হয় এবং তিনি নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন।

 

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তামিম ইকবালের নাম প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি সাবেক সভাপতি ফারুক আহমেদসহ আরও কয়েকজন পরিচালকের পদে নির্বাচন করার কথা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments