সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সাজ্জাদ মাহমুদ মনিরঃ
ছাতকে সড়ক ও জনপথ অধিদপ্তরের হঠাৎ উচ্ছেদ অভিযানে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সড়ক উন্নয়নের স্বার্থে উচ্ছেদকে ইতিবাচক হিসেবে দেখলেও, ব্যবসায়ীরা জীবিকা নির্বাহে চরম সমস্যায় পড়েছেন। আবারও নিজেরা অস্থায়ীভাবে দোকান বসাচ্ছেন।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মচব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ শোয়েব আহমদের যৌথ পরিচালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী মুহাম্মদ আলী, ইয়াছিন, শাহজান মিয়া, মজিদ মিয়া, দুদু মিয়া, আঙ্গুর মিয়া, কদর আলী, ইমান আলী, নুর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাউয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, “সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ক্ষতিগ্রস্ত অসহায় ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করতে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, সড়ক ও জনপথের বিষয় নিয়ে তাদের কিছু করার নেই। সুনামগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিএনজি ও গাড়ি চলাচলের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। পূর্ণবাসনের জন্য আমরা দায়ী নই।”
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “অবৈধ জায়গায় ব্যবসা করলে উচ্ছেদ হবে। যদি বৈধ জায়গায় হতো, তবে ক্ষতিপূরণ দেওয়া যেত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আমার কাছে আসুন, সাধ্যমতো সহযোগিতা করব।”স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার দাবি করছেন।