কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগে ছয় মাসব্যাপী ট্রেনিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু। প্রশিক্ষক আদনান আহমদ ও ফাতিমা আক্তার শিল্পীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি শুধু শিক্ষার হাতিয়ার নয়, বরং কর্মসংস্থানেরও বড় সুযোগ সৃষ্টি করেছে। শহরের পাশাপাশি গ্রামীণ জনপদেও তরুণরা যদি কম্পিউটার ট্রেনিং গ্রহণ করে দক্ষ হয়ে ওঠে, তবে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারবে। অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট সেই লক্ষ্যেই কাজ করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, গাছবাড়ি জামিউল উলূম কামিল মাদ্রাসার প্রভাষক ফিরোজ বখত, শিক্ষক আমিনুল ইসলাম ও নাজিম হুসেন, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী মোস্তাক আহমেদ ও আবুল কালাম আজাদ এবং সংবাদকর্মী মামুন চৌধুরী।
এছাড়াও ইন্সটিটিউটের প্রশিক্ষক মোঃ সালাহ উদ্দিন, তারেকুর রহমান, আব্দুল্লাহ ইবনে ফাহাদ ও আব্দুল্লাহ আল তামিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছয় মাসব্যাপী ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী ৩০০ জন শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পাশাপাশি এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।