Thursday, September 4, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজার জেলার গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে...

মৌলভীবাজার জেলার গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে – জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন

 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

 

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, জেলা প্রশাসন বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে।

সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, সেদিক খেয়াল রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্থ হয়। এতে মামলার পরিমাণ দিন দিন বাড়ছে যা বিচার কার্যক্রমকে ব্যাহত করছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা।

বুধবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্থানীয় সরকার উপপরিচালক ( ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম।

জেলা প্রশাসক আরো বলেন, ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে পারেন তাহলে ইউনিয়ন দুর্নীতিমুক্ত হবে। সীমান্তবর্তী চেয়ারম্যানরা সীমান্ত এলাকার চোরা চালান এবং মানব পাচার বন্ধ করতে ইউনিয়ন চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে।

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ডিষ্টিক ম্যানেজার শওকত হাসান।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প মৃল্যায়ন হোসেন শাহাদাত হোসেন, উপজেলা সমন্বয়কারি তাহমিনা পারভিন, সাংবাদিক, জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments