Thursday, September 4, 2025
Homeঅপরাধসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে ৮ জন আ'টক, ৭ জনকে জরিমানা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে ৮ জন আ’টক, ৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর এলাকায় নিষিদ্ধ জাল নিয়ে মাছ ধরার কারণে ৮ জনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।বুধবার(৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শ্রীপুর ইউনিয়ন(উত্তর) ইউনিয়নের টাংগুয়ার হাওর থেকে অভিযান চালিয়ে আটক করে।

হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনসার সদস্যদের নিয়ে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালায়।

এসময় ৭ জনকে আটক ও ৩ হাজার মিটার জাল জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ৭ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী জন প্রতি ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, বয়স বিবেচনায় ১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। পরে জব্দকৃত ৩০০০ মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান, টাংগুয়ার হাওরের প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না। কঠোর নজরদারির মাধ্যমে অভিযোক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments