দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে সোলেমান মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে । নিহত সোলেমান মিয়া এরুয়াখাই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোলেমান মিয়া সুনামগঞ্জ শহরে সিএনজি চালাতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি বাড়ি আসেন। এরপর থেকে পুনরায় সুনামগঞ্জে কাজে না যাওয়ায় সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রাত ৮টার দিকে তিনি স্ত্রী ও সন্তানদের ঘর থেকে বের করে দেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিহতের বড় ছেলে রবিউল ইসলাম (৮) পোশাক আনতে ঘরে গেলে বাবাকে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে তদন্ত চলছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।