রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জে ২৯ আগস্ট ২০২৫ খ্রি: শুক্রবার অনুষ্ঠিত হলো ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন ২০২৫ এর লিখিত পরীক্ষা। আইডিয়াল হাই স্কুল ভাদৈ, হবিগঞ্জ এ শারীরিকভাবে যোগ্য প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করে। ভুয়া পরীক্ষার্থী সনাক্তকরণের লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তি “ফেস ডিটেকশন” ডিভাইস ব্যাবহারের মাধ্যমে সঠিক পরীক্ষার্থীদের সনাক্ত করে সকাল ১০.০০ ঘটিকায় লিখিত পরীক্ষা শুরু হয়।
পরীক্ষায় বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১ ঘন্টা ৩০ মিনিটের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালিন সময়ে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষায় নিয়োজিত পরীক্ষকগণের কার্যক্রম তদারকি করেন।