Friday, August 29, 2025
Homeসিলেট বিভাগসিলেটকানাইঘাটে লোভা নদীতে তলিয়ে গিয়ে বৃদ্ধ নিখোঁজ 

কানাইঘাটে লোভা নদীতে তলিয়ে গিয়ে বৃদ্ধ নিখোঁজ 

 

কানাইঘাট প্রতিনিধিঃ

গরুর ঘাস কেটে নৌকাতে তুলার সময় লোভা নদীতে নিখোঁজ হওয়া বৃদ্ধ রজনী রাম দাসের এখনো সন্ধান মিলেনি। রজনী রাম দাস কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত রাসমণি রাম দাসের ছেলে।

জানা যায় আজ বৃহস্পতিবার সকালের দিকে ৮৫ বছর বয়সী রজনীরাম দাস প্রতিদিনের ন্যায় নৌকা যোগে লোভা নদীর তীরে ঘাস কাটতে যান। ঘাস কাটার পর তিনি ঘাস সমূহ বস্তায় ভরে নৌকায় তোলার সময় লোভানদীতে পড়ে নিখোজ হয়ে যান।

পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন সহ রজনী রামের স্বজনেরা লোভা নদীতে খোজাখুজি শুরু করেন। খবর পেয়ে কানাইঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় নিখোজ রজনী রামকে খোজার চেষ্টা করেন। কিন্তু এখন পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি। তবে এরির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ হওয়া ব্যক্তির উদ্ধারের কাজ চলমান রয়েছে বলে জানা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments