স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনির:
ছাতক পৌর কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ আগস্ট (বুধবার) রাত ১০টায় সুনামগঞ্জ জেলা বিএনপির প্রয়াত নেতা মরহুম তিতুমীর সাহেবের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজী সৈয়দ জয়নাল আবেদীন জুনেদ এবং সভা পরিচালনা করেন আনোয়ার হোসেন ও ইমরান আহমেদ।
সভায় বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির নেতা মোঃ আব্দুল আউয়াল, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রফিক মিয়া, মোঃ মজনু মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মানিক মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কয়েস, মোঃ তারেক, সৈয়দ অলিউর রহমান অলি, মোঃ আফজাল হোসেন, সৈয়দ জামিল আহমেদ, মোঃ হোসেন, মোঃ পাভেল মিয়া, মোঃ তুহিন আহমেদ, মোঃ সোহাগ মিয়া, মোঃ হোসেন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ একরাম হোসেন। সভায় বক্তারা পৌর কাউন্সিলকে ঘিরে দলীয় ঐক্য ও সাংগঠনিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।