শাহরিয়ার আহমেদ শাওনঃ
নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে বেজাল খাবার তৈরী ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকায় দুইটি বেকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বুধবার নবীগঞ্জ নির্বাহী অফিসার রহুল আমিন সঙ্গীয় পুলিশ র্ফোস নিয়ে খাবারের মান নিশ্চিত করতে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।এসময় নবীগঞ্জ পৌর এলাকার ডাক বাংলা রোডস্থ শেখ আলীশা ফুড ও মাওলানা স্পেশাল বেকারী নামক প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে বেজাল খাবার তৈরী করা হচ্ছে। বেকারী মালের নেট ওজন ও উৎপাদনের তারিখ সঠিক করে দেওয়া হয় না।এমতা অবস্থায় মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী আলীশা ফুডের মালিক আমলগীর মিয়াকে ১৫ হাজার টাকা ও মাওলানা বেকারীর মালিক নুরুল হককে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় আরও হুশিয়ার করে দেওয়া হয় যে এরখম অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে যেন খাবার তৈরী আর না হয় ।পরবর্তীতে এমতা অবস্থা আবার দেখতে ফেলে প্রতিষ্ঠান গুলো সিলগালা করে দেওয়া হবে।
প্রেরক
শাহরিয়ার আহমেদ শাওন
নবীগঞ্জ প্রতিনিধি
মেবাইল :০১৭৮১৯৯২১২১
তারিখ :২৭.০৮.২৫