Tuesday, August 26, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতকে চোরাকারবারি শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর বর্বরোচিত হামলা: দুই পুলিশ গুরুতর আহত।

ছাতকে চোরাকারবারি শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর বর্বরোচিত হামলা: দুই পুলিশ গুরুতর আহত।

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার টেঙ্গারগাঁও গ্রামে চোরাকারবারি শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সূত্র জানায়, ছাতক থানার নিয়মিত মামলার আসামি ধরতে গত ২৫ আগস্ট রাতে এসআই মোঃ রোমেন মিয়া সঙ্গীয় ফোর্সসহ টেঙ্গারগাঁও গ্রামে অভিযান চালান। অভিযানে গেলে চোরাকারবারি শাহিন মিয়ার ভাই জয়নাল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের জিম্মি করে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় দুই সদস্যকে।

 

খবর পেয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

 

জানা যায়, অভিযুক্ত শাহিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছে। কিছুদিন আগে তার চোরাচালানের বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় দুই সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকি দেয় সে।

এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও তখন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে সাহস বেড়ে যায় তার। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments