দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে কথিত আবু তাহের মিছবাহর চাঁদাবাজি ও নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রামবাসীরা। রবিবার (২৩ আগস্ট) বিকেলে বালিচড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবু তাহের মিছবাহ নামধারী ওই ব্যক্তি বিভিন্ন সময় নানা রূপ ধারণ করে গ্রামবাসীদের হয়রানি করে আসছে। তিনি অসহায় দিনমজুর ও সাধারণ মানুষের কাছ থেকে থানার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। সম্প্রতি সুনামগঞ্জের পাগলা থেকে আসা এক বাঁশ ব্যবসায়ীর ছবি তুলে চাঁদা আদায়ের ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, মিছবাহ পূর্বে একটি নারী কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েছিলেন। টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে তিনি তার পরিবারকেও ক্ষতিগ্রস্ত করেছেন। তারা বলেন, লেবাসধারী এ চাঁদাবাজের অত্যাচারে পুরো গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
মানববন্ধনে অর্ধশতাধিক গ্রামবাসী অংশ নেন। এসময় শাহিদ মিয়া, হান্নান মিয়া, ফালান মিয়া, আতাউর রহমান, খলিল মিয়া, সেলিম মিয়া, জাহেরা খাতুন, আছিয়া খাতুন, মালেখা খাতুন, হোসনেয়ারা বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে আবু তাহের মিছবাহর অপকর্মের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।