জালাল উদ্দিন লস্কর::
২১ মাস পর আদালতের নির্দেশে ভোট পুনঃ গননায় মাধবপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে ৫ শ ৩৩ ভোট বেশী পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন নুরুল হাসান তপু।আজ সোমবার(২৫ সেপ্টেম্বর) ভোট পুনঃ গননায় নুরুল হাসান তপু ১ হাজার ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।ইসলাম উদ্দিন পেয়েছেন ৭ শ ৬৩ ভোট।
২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন ইসলাম উদ্দিন।তখন ইসলাম উদ্দিন ১ হাজার ৮৪ ভোট পেয়েছিলেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান তপু পেয়েছিলেন ১ হাজার ৮৩ ভোট।
নির্বাচনের পর নুরুল হাসান তপু নির্বাচন ট্রাইবুনাল জজ আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃ গননা চেয়ে বিজয়ী প্রার্থী ইসলাম উদ্দিন, দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার,উপজেলা নির্বাচন অফিসার সহ ৯ জনকে বিবাদী করে মামলা করেন।মামলার ধারবাহিকতায় আজ আদালত কক্ষে ভোট পুনঃ গননা করা হয়।