Monday, August 25, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতক পৌর বিএনপির নয় ওয়ার্ডকে নিয়ে কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতক পৌর বিএনপির নয় ওয়ার্ডকে নিয়ে কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ , সাজ্জাদ মাহমুদ মনির:

ছাতক পৌর বিএনপির ৯টি ইউনিট (ওয়ার্ড কমিটি) সম্মানিত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের নিয়ে নয়টি ওয়ার্ডে কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ২৪ আগস্ট, রবিবার রাত ৮টায় ছাতক উপজেলার একটি হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু।

সভা যৌথভাবে পরিচালনা করেন পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জয়নাল আবেদীন মহি ও জসিম উদ্দিন সুমেন।

 

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল, জসিম উদ্দিন সালমান, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আশরাফুল হক খেলন, তানিমুল ইসলাম তানিমসহ নয়টি ওয়ার্ডের সকল আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ।

 

বক্তারা বলেন, তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ওয়ার্ডভিত্তিক কাউন্সিল দ্রুত সম্পন্ন করা সময়ের দাবি। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে বেগবান করতে সুসংগঠিত পৌর বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় নয়টি ওয়ার্ডের কাউন্সিল দ্রুত বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments