নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার রোল নম্বর ছিল (১)। অমিত শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা এবং অসিত দত্তের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
হঠাৎ করে এই দুর্ঘটনায় অমিতের অকাল মৃত্যুতে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সহপাঠীরা প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত হয়ে পড়ে।