সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সাজ্জাদ মাহমুদ মনিরঃ
সুনামগঞ্জের ছাতকে সিএনজি অটোরিকশা চুরির মামলা দায়ের করায় প্রবাসী আবদুল মজিদকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
জাউয়া বাজার ইউনিয়নের আগিজাল গ্রামের বাসিন্দা ও ইরাক প্রবাসী আবদুল মজিদ লিখিত বক্তব্যে বলেন, গত ৭ জুলাই রাতে যুক্তরাজ্যপ্রবাসী আল আমিনের গ্যারেজ থেকে তার সিএনজি অটোরিকশা (রেজি: সুনামগঞ্জ থ-১১-২৫১১) চুরি হয়। এ ঘটনায় তিনি ছাতক থানায় পাঁচজনকে আসামি করে মামলা (নং-১৪/২৩৬) দায়ের করেন। পুলিশ মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই তাকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ২০ আগস্ট ভোরে তার নির্মাণাধীন ঘরের পাশে ইটের স্তূপ থেকে যৌথ বাহিনী একটি বিদেশি রিভলভার উদ্ধার করে। এরপর মামলার এক আসামির আত্মীয়, ৭ এপিবিএন সদস্য কলিম উদ্দিন তার ফেসবুক আইডি থেকে অশ্লীল ভাষায় তাকে হুমকি দেন। এছাড়াও মামলার ৪নং আসামি জামিল হকের সৎ ভাই রবিউল, চাচাতো ভাই ফয়জুল হক, আত্মীয় রিয়াজুল হক মারুফ, এইচকে শিপন আহমদসহ কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার ও মানহানিকর পোস্ট দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, একমাত্র জীবিকার অবলম্বন অটোরিকশা চুরি হয়ে যাওয়ায় পরিবারসহ চরম দুঃসময় পার করছেন। সংবাদ সম্মেলনে তিনি সিএনজি অটোরিকশা উদ্ধারের পাশাপাশি হুমকিদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।