সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সাজ্জাদ মাহমুদ মনির।
সুনামগঞ্জের ছাতকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামের আব্দুল মজিদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, ঘটনাটি রহস্যজনক এবং এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ইঙ্গিত হতে পারে। তাদের আশঙ্কা, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্ত্রটি গোপন স্থানে রেখে গেছে।
ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অস্ত্র উদ্ধারের পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এদিকে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। প্রশাসনের প্রতি অস্ত্রের উৎস অনুসন্ধান ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।