Wednesday, August 20, 2025
Homeখেলাধুলাজাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

স্পোর্টস ডেস্ক,

 

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে অবস্থিত বাড়িতে চুরি হয়েছে। চোর তার ঘরের তালা ভেঙে জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।

 

ঘটনাটি ঘটে গত ১৪ আগস্ট রাতে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার (২০ আগস্ট) সকালে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন এবং তার বাবা-মা পাশের একটি মাটির ঘরে অবস্থান করছিলেন। সাগরিকার অনুপস্থিতিতে সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরটি তালা দিয়ে রাখা হয়।

 

সাগরিকার বাবা মো. লিটন জানান, সাগরিকার জমানো টাকা এক প্রতিবেশী ধার নিয়েছিলেন এবং ঘটনার দিনই অর্থ ফেরত দেন। সেই রাতেই ঘরের তালা ভেঙে টাকাগুলো চুরি হয়। বিষয়টি সন্দেহজনক ও রহস্যজনক মনে হচ্ছে।

 

তিনি আরও বলেন, পুলিশকে জানিয়েছি তারা এসে ঘর দেখে গেছে। থানায় কয়েকবার গিয়েছি, কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। এতদিন কাউকে বিষয়টি জানাইনি। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি।

 

এ বিষয়ে সাগরিকা বলেন, ঘরের তালা ভেঙে আমার পরিশ্রমের টাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার জন্য লজ্জার। তাই মিডিয়াতে প্রকাশ করিনি। তবে জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছিলেন, আমরা করেছি।

 

তিনি আরও বলেন, টাকা নিয়েছে, কিন্তু আমার কপাল তো নিতে পারেনি। আমি সুস্থ থাকলে আবার আয় করতে পারব। কিন্তু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments