Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগনৌকায় ভোট চাইলেন বিএনপি'র ইউপি সভাপতি

নৌকায় ভোট চাইলেন বিএনপি’র ইউপি সভাপতি

জালাল উদ্দিন লস্কর:::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর মোহাম্মদ খোরশেদ আলম ইউনিয়ন আওয়ামী লীগের একটি রাজনৈতিক সভায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ- ৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী একটি রাস্তা উদ্বোধন করেন।এ উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বিমান প্রতিমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তৃতার শেষ অংশে তিনি উপস্থিত সবাইকে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ নিয়ে মাধবপুর উপজেলা বিএনপি ও হবিগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আদাঐর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার আলী বলেন, খোরশেদ চেয়ারম্যানের কাজটা খুবই জঘন্য করেছে। তার নিজের দুর্নীতি ঢাকতে আওয়ামী লীগের নেতাদের ওপর সওয়ার হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মো. শাহজাহানকে বিষয়টা জানিয়েছি। তাকে বহিষ্কারের জন্য অনুরোধে জানিয়েছি।

মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু জানান, তার কাজটি দালালির মতো হয়ে গেছে। আমি সভাপতির সঙ্গে কথা বলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেব।

উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃএরশাদ আলী জানান, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সবাইকেই প্রভাবিত করছে,খোরশেদ চেয়ারম্যান বিষয়টি উপলদ্ধি করেই সত্যি কথাগুলো বলেছেন এবং নৌকায় ভোট চেয়েছেন।এক্ষেত্রে নেতার মতপ্রকাশের স্বাধীনতার বা মতপ্রকাশ করা কোনো অন্যায় নয়।
এ বিষয়ে কথা বলতে মীর খুর্শেদের মোবাইলে যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments