Tuesday, August 19, 2025
Homeরাজনীতিজামাতবাংলাদেশ খেলাফত মজলিসের দোয়ারাবাজার উপজেলা এক নং জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়ারাবাজার উপজেলা এক নং জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

ধর্ম,বর্ণ,ভিন্নমত সবার জন্য খেলাফত এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ শে আগষ্ট) বিকাল ২ টায় উপজেলার পান্ডারগাও ইউনিয়নের মঙ্গল পুর আল মদিনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিসের দোহালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস সুনামগঞ্জ (৫ ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা সাদিক সালীম তিনি তার বক্তব্যে বলেন, এখন সময় হয়েছে ইসলামী সরকার গঠনের। ইসলামী সরকার হলে সন্ত্রাস চাঁদাবাজ দূর্নীতি থাকবে না দেশে। এক লুটপাট কারী ফ্যাসিস্ট সরকার সরিয়ে নতুন নতুন চাঁদাবাজ সন্ত্রাসী ক্ষমতায় আসুক এটা দেশবাসী চায় না। ফ্যাসিস্ট শেখ হাছিনা পতনে দেশের সাধারণ মানুষ অনেক টা শান্তিতে বসবাস করছে।

ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় বসে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এসময় তিনি আরও বলেন, আমরা আদর্শের রাজনীতি করি। জনগণের পাশে আছি। খেলাফত মজলিস ক্ষমতায় গেলে দেশ চলবে ইসলামী শাসন ব্যবস্থায় সবাইকে রিক্সা প্রতিকে ভোট দেওয়ার আহব্বান জানাচ্ছি।

মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা নুরুদ্দীন আল কাছেম এর যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা শায়খ মৌলানা মোঃ কামাল উদ্দিন, ছাতক উপজেলার সাবেক সভাপতি মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলী হায়দার, মাওলানা কবির আহমেদ, মাওলানা আব্দুল খালিক মানিক, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ইমাম উদ্দিন কারি মোঃ আশিকুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments