Tuesday, August 19, 2025
Homeসিলেট বিভাগসিলেটএবার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

এবার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন স্পট উৎমাছড়া এলাকা থেকে দুই লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহল দল সেখানকার আদর্শগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় প্রায় দুই লক্ষ ঘনফুট পাথর মজুদ রয়েছে। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর টিম উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ করছে।

 

বিজিবি জানায়, উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে মঙ্গলবার এসব পাথর জব্দ করে।

 

প্রসঙ্গত, কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটের পাথর লুটের পর থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সাদা পাথর ছাড়াও জাফলং, রাংপানি ও লোভাছড়ায় চলছে অভিযান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments