Monday, August 18, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে পাথর লুট: জেলা প্রশাসক মুরাদ প্রত্যাহার, দায়িত্বে সারওয়ার আলম

সিলেটে পাথর লুট: জেলা প্রশাসক মুরাদ প্রত্যাহার, দায়িত্বে সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই এবার জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাঁকে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. সারওয়ার আলম।

 

সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, রাংপানিসহ বিভিন্ন এলাকায় পাথরলুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। প্রথম দিকে প্রকাশ্যেই এসব লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার ছিল বলে অভিযোগ ওঠে।

 

এরপর ভোলাগঞ্জের সাদাপাথর পরিদর্শনে গিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্থানীয় প্রশাসনের নিরবতাকে দায়ী করে।

 

এমন আলোচনার মধ্যেই আজ জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হলো।

 

এদিকে নতুন নিয়োগ পাওয়া সারওয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানের কারণে আলোচনায় এসেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments