নিজস্ব প্রতিবেদক,
সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশ জানায়, বুধাবর দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার কদমতলীর আবাসিক হোটেল ঢাকা প্যালেস থেকে আটক করা হয।
আটককৃতরা হলেন- সুমন্ত পাল ও রাজিয়া বেগম। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।