ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা হল রুমে শপথ পাঠ, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের মতো বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে কাজে লাগিয়ে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ এবং স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করাই হবে আগামী দিনের উন্নয়নের ভিত্তি।