দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১ টায়
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ,
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। প্রথমে তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করান।
সহকারী যুব উন্নয়ন অফিসার আসাদ উল্যাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,
কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রকৌশলী মো.আব্দুল হামিদ উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, প্রাণী সম্পদ কর্মকর্তা এমদাদুল হক,
মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন
সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন সমবায় ও যুব সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় বক্তরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যক্রম অব্যাহত আছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে।
এসময় যুবসংগঠনের মধ্যে যুব ঋণের চেক, সাটিফিকেট, ও গাছের চারা বিতরণ করা হয়েছে।