কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়ন শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় স্থানীয় ইউপি কমপ্লেক্স হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক কলিম উল্লা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা জাসাসের সভাপতি মামুন রশিদ, বক্তব্য রাখেন ইউপি জাসাস নেতা রোমান আহমদ রোমান, মোস্তফা আহমদ, ছাত্র নেতা সারোয়ার আহমদ সহ অনেকেই।